ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
গৃহপালিত পশু নিয়ে মহা বিপদে কৃষক
  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • ২০২২-০৬-২১ ০৫:১২:৫৮
বন্যার চরম দুর্ভোগের শিকার সুনামগঞ্জের হাওরাঞ্চলে কৃষক পরিবারে যোগ হয়েছে গৃহ পালিত পশু গরু,ছাগল,মুরগের নিরাপদ আশ্রয়ে নিয়ে। মানুষজন কোন রখমে উচু বাড়ি ঘর,উচু সড়কে আশ্রয় নিতে পারলেও পশু পাখিদের নিরাপদ আশ্রয় নিয়ে চরম দুর্ভোগের মধ্যে আছে কৃষক পরিবার গুলো পাশাপাশি আছে খামার ব্যবসায়ীরাও। জেলায় সর্বত্র বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় নিজেদের জীবনের চেয়ে বেশি যন্ত নেয়া পশু পাখিদের নিরাপদ আশ্রয় দিতে গিয়ে চরম দুর্ভোগের শিকার কৃষক পরিবারে সদস্যারা। কারন নিজেদের জীবন বাঁচাতে গিয়ে গৃহপালিত পশু পাখিদের নিরাপদ আশ্রয় দেয়াই দায় হয়ে পরেছে বলে জানান হাওর পাড়ের কৃষক বকুল মিয়া। জেলার টাংগুয়ার হাওরে পাড়ের ছিলানি তাহিরপুর গ্রামের বাসিন্দা হাদি উজ্জামান জানান,বন্যায় মানুষ জন কোন রখমে জীবন বাঁচাতে পারলেও কৃষক পরিবারের গৃহপালিত পশু পাখিদের নিরাপদ আশ্রয় দেয়াই দায় হয়ে পরেছে। পশু আর মানুষ এখন পাশা পাশি স্থানে অবস্থান করছে। মলাহিলা হাওর পাড়ের কৃষক আইনাল মিয়া জানান,বন্যায় মানুষের পাশাপাশি গরু নিয়ে মহা বিপদে আছে কৃষক পরিবার গুলো। নিজেদের খাবারের ব্যবস্থা কোন রখমে করতে পারলেও গরুর খাবারের চরম সংকট পড়েছি। গরুর খাবার খড় পানিতে নষ্ট হয়ে যাওয়ায় গরুর খাবারের চরম সংকটে পরেছি। জেলা শহরের ওয়েজখালী এলাকার বাসিন্দা জমির মিয়া জানান,বন্যায় বসতঘরে পানি। পরিবারের সদস্যদের উচু একটি বাড়িতে কোন রখমে রাখতে পারলেও গৃহপালিত পশু পাখিদের নিরাপদ আশ্রয় দেয়াই দায় হয়ে পরেছে। সেই সাথে খাবারের চরম সংকট পড়েছে। উচু সড়কে গুরু গুলোকে খোলা আকাশের নিচে রেখেছি কোন রখমে।
মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু