ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
পলাশ উপজেলার ঘোড়াশাল পলাশে লক্ষ লক্ষ টাকার বৈদ্যুতিক খুঁটি রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে চোরেরা
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৬-১৪ ০৭:০১:৩০
নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পলাশ এলাকায় লক্ষ লক্ষ টাকার বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন ধরনের লোহার ষ্টীলের মালা মাল চোরেরা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবত চোরেরা এক এক করে বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন ধরনের লোহার ষ্টীলের মালা মাল চোরেরা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত কাল রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড এর কো- অপারেটিভ এর সামনে পূর্ব দিকে শ্রমিক ইউনিয়ন অফিস এর পার্শ্বে বিশাল বড় এক বৈদ্যুতিক খুঁটির নাট বল্টু খুলে বালুর স্তুুপ এর উপরে পেলে রেখেছে।সময় মত রাতের অন্ধকারে চোরেরা নিয়ে নিয়ে যাবে। এভাবে পলাশ ঘোড়াশাল এলাকায় ঘুরে দেখা যায় বহু বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন ধরনের লোহার ষ্টীলের মালা মাল চোরেরা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে বলে এলাকা বাসী অভিযোগ করেন। কো- অপারেটিভ এর সামনে সকালে সরজমিনে গিয়ে দেখা যায় চোরের তান্ডব এর ঘটনা। বিগত সময়ে এসমস্ত মালা মাল চুরি করে নিয়ে অনেকেই ধনাট্য ব্যক্ত হয়েছেন। এসমস্ত চোরদের কারনে এলাকায় মাদক সন্ত্রাস চাঁদাবাজ বেড়ে গেছে এবং এলাকার জনগন আতংকে ভুগছেন। এব্যপারে প্রত্যক্ষদর্শিরা ব্যাবসায়ী শামীম ভূইয়া, আবদুল আলী সহ অনেকে ঘটনার সত্যতা স্বীকার করে বলে চোরদের প্রতিকার এর ব্যবস্থা কেহই করছেন না। এভাবেই লক্ষ লক্ষ টাকার বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন ধরনের লোহার ষ্টীলের মালা মাল চোরেরা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে বলে জানান এলাকার জনগন। এব্যপারে পল্লী বিদ্যুৎ এর ডি জি এমকে মোঠো ফোনে জানালে তিনি বলেন আমি দেখব এবং কর্তিপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলব।
Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’