জেলা প্রশাসক বরাবর সাংস্কৃতিক সংগঠনের তালিকা প্রদান
- পাবনা প্রতিনিধিঃ
-
২০২২-০৬-০৭ ০৬:০৩:৪৬
- Print
পাবনা জেলার ৪৫ টি সাংস্কৃতিক সংগঠনের নামের তালিকা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও তাদের মোবাইল নাম্বার সংবলিত একটি তালিকা জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক পাবনা বরাবর প্রদান করা হয় এডিসি সার্বিক আফরোজা আকতার এর নিকট গত ৬ জুন দুপুর ১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে। উক্ত নামের তালিকা জমা প্রদান কালে উপস্থিত সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক গণ এডিসি সার্বিক আফরোজা আকতার এর কাছে বলেন জেলা শিল্পকলার আয়োজনে জাতীয় দিবস সহ বিভিন্ন কবি সাহিত্যিক কণ্ঠশিল্পী দের জন্ম মৃত্যু দিবস উপলক্ষে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সে সকল অনুষ্ঠানে পাবনার সাংস্কৃতিক সংগঠনে কোন প্রকার আমন্ত্রণ জানানো হয় না এমনকি সেই অনুষ্ঠান গুলোতে ৪-৫ টি সাংস্কৃতিক সংগঠন ছাড়া অন্য সংগঠন এর অংশ গ্রহণ থাকে না বলে ক্ষোভ প্রকাশ করেন। এডিসি মহোদয় উপস্থিত সকল সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের কথা শোনেন, ও আশ্বস্ত করেন আগামীতে যেন সকল সংগঠন কে আমন্ত্রণ জানানো হয় এবং এক একটি অনুষ্ঠানে ৫-৬ টি সাংস্কৃতিক সংগঠন এর অংশ গ্রহণ নিশ্চিত করে পরবর্তী অনুষ্ঠানে অন্য ৫-৬ টি সংগঠন এর অংশ গ্রহণ থাকবে এভাবে সকল সংগঠনের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য জেলা শিল্পকলার কালচারাল অফিসার কে নির্দেশনা প্রদান করবো।
উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক যুগ্ম সম্পাদক কবি,গীতিকার আলমগীর কবীর হৃদয় স্বাক্ষরিত সাংস্কৃতিক সংগঠনের নামের তালিকা পদবি ও মোবাইল নাম্বার প্রেরণে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি ও পাবনা থিয়েটার ৭৭ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সুমন আলী, ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী, তাল লয় সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মোঃ সাজ্জাদ রহমান সজল, বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি কবি ও সম্পাদক মানিক মজুমদার, পাবনা ড্রামা সার্কেল সাধারণ সম্পাদক ভাষ্কর চক্রবর্তী, রংবেরঙ শিল্পী গোষ্ঠী সাধারণ সম্পাদক উত্তম দাশ, উচ্চারণ আবৃত্তি অনুশীলন সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিকার জহুরা ইরা, শিশুমেলা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক নবী নেওয়াজ, শব্দকলা'র সভাপতি কবি ও আবৃত্তিকার আসাদ বাবু, সাধারণ সম্পাদক মেহজাবিন নেসা, মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সভাপতি শফিক আল কামাল, বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদ পাবনা শাখার সভাপতি কবি, গীতিকার অধ্যক্ষ এনামুল হক টগর।