ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা সংগ্রামী আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৬-০৩ ০৯:৫৫:৩৯
শ্রদ্ধা-ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণ করা হয়েছে ভাষা আন্দোলনের মহান সংগ্রামী,সাংবাদিক,কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীকে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় তিতাস আবৃত্তি সংগঠন তাকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করে স্মরণসভার। শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ কর্মসূচীতে ছিলো আলোচনা,আবৃত্তি ও সঙ্গীত। একমিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক উত্তম কুমার দাসের সভাপতিত্বে ও সহকারি পরিচালক সুজন সরকারের সঞ্চালনায় এসময় কথা-কবিতায় অংশ নেন স্কুল শিক্ষক পঙ্কজ দেব, উন্নয়ন সংগঠক মাহবুব উল আলম উজ্জল, কন্ঠশিল্পী সোহাগ রায়,সংস্কৃতি সংগঠক আনিসুর রহমান, সৈয়দ আশিকুজ্জামান, আবৃত্তিশিল্পী রেজা এ রাব্বী, তাসফিয়া ইসলাম প্রমি, ফারদিয়া আশরাফি নাওমী ও নেহা বিশ্বাস।
Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’