ফাঁকা কাগজে সই আদায় হালুয়াঘাটের এসিল্যান্ডের বিরুদ্ধে চাচার মামলা
- নিজস্ব প্রতিবেদক
-
২০২২-০৫-৩১ ০৪:৪১:৫২
- Print
হত্যার ভয় দেখিয়ে অলিখিত সাদা কাগজে সই আদায়ের অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) মো. তৌহিদুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার চাচা।
গত ১৭ মে শেরপুরের শ্রীবরদী আমলী আদালতে এসিল্যান্ডকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ অচেনা ৭-৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা (সি.আর নং- ১৭০) করেন চাচা মো. হাবিবুর রহমান। মামলায় স্থানীয় ছয়জনকে সাক্ষী করা হয়।
অভিযুক্ত মো. তৌহিদুর রহমান (৩৫) শেরপুরের শ্রীবরদী থানার গিলাগাছা এলাকার মো. হামিদুর রহমানের ছেলে। তিনি ৩৫তম বিসিএস প্রশাসনে চাকরিতে প্রবেশের পর গত বছরের ৪ মে হালুয়াঘাট উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেন।
মামলার আইনজীবী এ,কে,এম হাবিবুল ইসলাম হাবিব সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি আমলে নিয়ে ওই আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২২ জুনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে আদেশে বলা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, বাদী ও আসামিরা পাশাপাশি বাড়িতে বসবাস করেন। দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এসিল্যান্ডের ক্ষমতার দাপটে অতিষ্ঠ হয়ে ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন বাদী। পরে মন্ত্রণালয় থেকে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিযোগটি নিষ্পত্তির দায়িত্ব দেয়া হয়। নোটিসের মাধ্যমে চলতি বছরের ৯ মার্চ ইউএনও’র কার্যালয়ে উভয় পক্ষকে সাক্ষ্য-প্রমাণ নিয়ে হাজির হতে বলা হয়। নোটিসে সাড়া দিয়ে সাক্ষীসহ উপজেলা প্রশাসনের মূল ফটকে পৌঁছালে এসিল্যান্ডের নির্দেশে আসামিরা বাদীকে হত্যার হুমকি দিয়ে শুনানিতে অংশ নিতে নিষেধ করে। বাকবিতন্ডার এক পর্যায়ে সাক্ষী মো. সোহেল রানাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উপজেলা খাদ্য গুদামের পেছনে নিয়ে ৬-৭ জন মিলে আটকে রাখে। এসময় অন্যরা বাদীকে হত্যার ভয় দেখিয়ে অলিখিত সাদা কাগজে সই দিতে বাধ্য করে। তখন তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়।
বাদীর আশঙ্কা, তার সাক্ষর সম্বলিত সাদা কাগজ দ্বারা মূল্যবান নথি তৈরি করে অপূরণীয় ক্ষতি সাধন করতে পারে। থানা থেকে অভিযোগটি ফিরিয়ে দেয়ায় তিনি ন্যায় বিচার চেয়ে অলিখিত কাগজটি উদ্ধার ও আসামিদের গ্রেফতার দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাটের এসিল্যান্ড তৌহিদুর রহমান বলেন, জমি-জমা নিয়ে চাচার সাথে বিরোধের কথা স্বীকার করে বলেন, বাদী আমার আপন চাচা তার সাথে সাড়ে ৫ কাঠা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। আর এ বিষয়টি নিয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বসা হয়েছিল। তবে জোড় করে সাদা কাগজে সাক্ষর নেয়ার কথা তিনি অস্বীকার করেন।