ব্রাহ্মণবাড়িয়ায় ৫'শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী প্রদান
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৪-৩০ ১৩:২২:৩১
- Print
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যাগে ৫'শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জালশুকা মোল্লা বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি। বিশিষ্ট সমাজসেবী আমিনুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
সাবেক ফুটবল খেলোয়ার জাফরুল ইসলাম বেলাল,ফারুক আহমেদ,লিখন খান বাবু,আশরাফুল হক রিজেন প্রমুখ। পরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রয়াত সাংবাদিক ও
সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহিম হুমায়ুনের নামে প্রতিষ্ঠিত এই পাঠাগারের উদ্যাগে প্রতি ঈদে জালশুকাসহ আশপাশের গ্রামের অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।