শতবর্ষী মধু সুধন পালের প্রয়াণ
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৪-৩০ ০৬:০২:১০
- Print
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, বড় বাজার ব্যবসায়ি কমিটির সাবেক সাধারণ সম্পাদক, শ্রী শ্রী রাধামাধব আখড়া কমিটির সাবেক প্রধান উপদেষ্টা, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান কমিটির সাবেক সভাপতি, প্রবীন হিতৈষি সংঘের সাবেক সহ-সভাপতি মধু সুধন পাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্বগচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর।
মধু সুধন পাল দুই সপ্তাহ আগে রক্তচাপজনিত অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে ভর্তি হন। দু'দফা চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে নিজ বাড়ি রাধানগরে আনা হয়। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি নিয়মিত চশমা ছাড়া পত্রিকা পড়তেন। ছেলেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও বসতেন তিনি।
আজ শনিবার সকাল নয়টায় রাধানগরের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণে তাঁর অন্তেস্ট্রিক্রিয়া সম্পন্ন হবে। এতে আত্মীয়-স্বজন শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মধু সুধন পাল ছয় পুত্র সন্তান ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন। প্রায় ২৭ বছর আগে তাঁর স্ত্রী সুভাশিনি পাল মারা যান। তিনি সাত প্রজন্ম দেখার ভাগিদার ছিলেন। বাংলাদেশ, ভারত, আমেরিকায় তাঁর ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনের বসবাস। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু তাঁর নাতি।