৪০০ হতদরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী দিল কাতার চ্যারিটি
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৪-২৯ ১৩:০৬:২৭
- Print
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কাতার চ্যারিটির অর্থায়নে ৪০০ হতদরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়। কাতার চ্যারিটির বাংলাদেশ প্রজেক্ট ইনচার্জ ও সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা জসীম উদ্দিন চৌধুরীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলমগীর হোসেন ভূঁইয়া। এতে অন্যদের মধ্যে কাতার চ্যারিটি ভৈরব শাখার প্রশাসনিক কর্মকর্তা সায়েদুর রহমান বাবলু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা কাতার চ্যারিটির আমন্ত্রণে উপস্থিত নারী ও পুরুষের হাতে ঈদ সামগ্রীর ব্যাগ তুলে দেন।