ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নবীনগরে মহিষ নিয়ে নদী পারাপারের সময় একজন নিখোঁজ, পরিবারে চলছে শোকের মাতম
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২২-০৪-২১ ১১:১৩:১৪
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মনু বাবুর ঘাট সংলগ্ন বুড়ি নদীতে আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ৩সন্তানের জনক জিলানী নামের একজন শ্রমিক মহিষ নিয়ে সাঁতরে নদী পারাপারের সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও জিলানীকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ও নবীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ জিলানীর বাড়ি জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লুপাড়া গ্রামে। সে নবীনগরে ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় মাংস বিক্রেতা মো. আল-আমিনের ৪টি মহিষকে ঘাস খাওয়ানের উদ্দেশ্যে জিলানী ও হেলাল সকালে বুড়ি নদীর পশ্চিম পার থেকে পূর্ব পাড়ে নিয়ে যাচ্ছিলেন, এসময় হেলাল দুটি মহিষ নিয়ে পাড়ে উঠে গেলেও জিলানী মাঝ নদীতে তলিয়ে যায়। পরে হেলাল, জিলানীকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়।
Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’