ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রূপগঞ্জে বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • ২০২২-০৪-১১ ০৫:৩৩:৩৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জ অংশের কেন্দুয়া-কাঞ্চন অংশ প্রসস্থকরণে অধিগ্রহনকৃত জমির ন্যায্যমূল্যের দাবীতে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বেশি কিছুক্ষণ এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে রাখে। পরে কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ক্ষতিগ্রস্থ্য এলাকাবাসীর দাবি নিয়ে সড়ক ও জনপদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। সোমবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার কাঞ্চন মায়ারবাড়ি ষ্টেশনে এ কর্মসূচী পালন করা হয়। মানবন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের কেন্দুয়া-কাঞ্চন মৌজা পূর্বাচল উপশহর লাগোয়া হওয়ায় এখানকার জমির দাম এখন আকাশছোঁয়া। এছাড়া শিল্প এলাকা হিসাবেও কাঞ্চন সমাদৃত। এখানকার জমির দাম কোথাও ২৫ লাখ টাকা শতক আবার কোথাও ৪০ লাখ শতক। নারায়ণগঞ্জ (সওজ) এশিয়ান হাইওয়ে সড়ক প্রসস্থকরণের লক্ষ্যে জমি অধিগ্রহণ বাবদ জমির দাম তিন গুণে নির্ধারণ করেছে মাত্র ৪ লাখ ৯০ হাজার টাকা। এলাকাবাসী দাবী করে বলেন, সড়ক প্রসস্থকরার কারণে কেন্দুয়া-কাঞ্চন এলাকার প্রায় ১৫০ পরিবার নিঃস্ব হয়ে যাবে। জমির ন্যায্যমূল্য না পেলে পরিবারগুলোর পথে বসতে হবে। তাই যাচাই-বাছাই করে জমির ন্যায্যমূল্য দাবী করছি। নতুবা বড় ধরণের কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ জমির মালিক নজরুল ইসলাম, হাজী আফসার উদ্দিন সেলিম, হামিদুল হক খান, হাজী মোঃ শহীদুল্লা, সেলিম ভূঁইয়া, হাজী মমিনউদ্দিন, মনির হোসেন, কাজী শামিম, নুরুল আমিন, মোঃ সজীব, মোস্তফা মিয়া, তুষার মিয়া, কাজী মামুন, আব্দুস সাত্তার আল মামুন প্রমুখ।
মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু