নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টি (জাপা) ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি মোঃ হারুনুর রশীদ মাতব্বর, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, সংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবুরাম), সদর উপজেলার সদস্য সচিব বিটু দেওয়ান, শিক্ষা বিষয়ক সম্পাদক দীপক চাকমা. পৌর কমিটির সভাপতি মোঃ নেয়াজ উদ্দীন সর্দার, সাধারণ সম্পাদক সুদীর্ঘ চাকমা, জেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক সুফিয়া কামাল ঝিমি, শ্রমিক পার্টির সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাজারে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিছু অসাধু ব্যাক্তির কারণেই এমনটা ঘটছে। সরকারের সংশ্লিষ্ট মহলগুলো জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে।
বক্তারা আরো বলেন, জাতীয় পার্টির আমলে কখনোই পণ্যের উর্ধ্বগতি ছিলোনা। প্রতিনিয়ত দ্রব্যমূল্যোর দাম বৃদ্ধি পাচ্ছে। নিম্ব মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে সামনের রমজান মাসে দেশ যাতে অস্থিতিশীল না হয় সে জন্য চাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।