ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ফরিদপুরে জেলা প্রশাসক বরাবর জেলা বিএনপির স্মারকলিপি প্রদান
  • ফরিদপুর প্রতিনিধি:
  • ২০২২-০৩-২২ ০৪:৫৬:২৯

দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা বিএনপির উদ্দ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়ের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গি, বিএনপি নেতা এ কে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিনান,বিএনপি নেতা এ্যাডভোকেট গোলাম রব্বানী রতন,মহানগর যুবদলের সাধারন সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, মহানগর যুবদলের সহ সভাপতি এম এম ইউসুফ,মহানগর ছাত্রদলের সভাপতি শাহারিয়ার শিথিল, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, সরফরাজ খান, ছাত্র নেতা তুষার আলামিন, জেলা ছাত্রদলের সহ সভাপতি কৌশিক আহমেদ অনিক, অনিক খান জিতুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মরা।

স্মারকলিপি প্রদান শেষে বিএনপি নেতারা বলেন, বর্তমান বাজারে চাল, ডাল, তেল, দুধ, সবজি, গ্যাস, পানির বিল, জ্বালানী তেলের মুল্য বৃদ্ধির ফলে সাধারন মানুষ অনেকটা অসহায় হয়ে পরেছে।

এসময় নেতারা বলেন, জ্যামিতিক হারে এই দাম বৃদ্ধি সরকারের গনবিরোধী নীতির বর্ধিত প্রকাশ। হরিলুট, টাকা পাচারসহ সীমাহীন দূর্নীতির মাধ্যমে জাতীয় অর্থনীতির ভয়াবহ ক্ষতি করে দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানী তেল, গ্যাস ও পানির দাম হু হু করে বাড়ছে। গত ১০ বছরে বিদুতের দাম বৃদ্ধি হয়েছে ৯০ শতাংশ, গ্যাসের দামম বৃদ্ধি পেয়েছে ১৪৪ শতাংশ,ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ৮২ শতাংশ এবং পানির দাম বৃদ্ধা পেয়েছে ২৬৪ শতাংশ। এই দাম বৃদ্ধি নজিরবিহীন ও অস্বাভাবিক। জনগনের নির্বাচিত সরকার থাকলে এ ধরনের মূল্য বৃদ্ধি সম্ভব হতো না বলে জানান বিএনপি নেতারা।

তাই অবিলম্বে এই আওয়ামীলীগ সরকারকে তাদের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নিরেপক্ষ সরকারের অধিনে পুনঃ নির্বাচন দেয়ার আহ্বান জানান। আর তা না হলে এদেশের সাধারন মানুষদের সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে এ সরকারের পতন ঘটানো হবে।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু