ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কক্সবাজার সৈকতে ঝাঁকে ঝাঁকে মরা মাছ
  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২২-০৩-২০ ০৬:০৭:১৫

কক্সবাজার সৈকতে ঝাঁকে ঝাঁকে ভেসে এসেছে মরা মাছ। শহর সংলগ্ন সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়ানগর পর্যন্ত মাছে সয়লাব হয়ে যায়। 

গত শনিবার (১৯ মার্চ) থেকে এসব মাছ দেখতে পেয়েছেন সৈকত সংলগ্ন এলাকায় বসবাসকারীরা। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও দেখতে পান সৈকতে ভেসে আসা লাখ লাখ মরা মাছ। কয়েকজন পর্যটক এসব মরা মাছের ছবি এবং ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করেন। এরপরই বিষয়টি  দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় দরিদ্র পরিবারের লোকজন মরা মাছ গুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়।

এ দিকে, সাগরে মরা মাছ ভেসে আসার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এস.এম. খালেকুজ্জামান এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল ১৯ মার্চ রাতে পুলিশ সুপারকে নিয়ে আমি সংশ্লিষ্ট এলাকায় গিয়েছিলাম। কিন্তু মরা মাছের কোন চিহ্নই দেখতে পায়নি। 

অন্য এক মৎস্য কর্মকর্তা জানান, ভেসে আসা মাছের অধিকাংশই ক্ষুদ্র প্রজাতির বলে তিনি শুনেছেন। সাগরের সাইকো ক্যামিক্যাল প্যারামিটার চেঞ্জ হলে এই ধরনের ঘটনা ঘটে। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই সমস্যা প্রাকৃতিকভাবেই শেষ হয়ে যাবে বলেও জানান তিনি।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’