ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বান্দরবানে রোটারী ক্লাবের উদ্দ্যোগে অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ
  • বান্দরবান প্রতিনিধিঃ
  • ২০২২-০৩-১৪ ০৬:১৯:৪৬
বান্দরবানে গরীব ও অসহায় ১২পরিবারকে ঘর নির্মাণ করার জন্য টেউটিন প্রদান করেছে রোটারি ক্লাব অব বান্দরবান। সোমবার (১৪ মার্চ) সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে রোটারি ক্লাব অব বান্দরবান এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছািমন পারভীন তিবরীজি সুবিধা বঞ্চিত ১২পরিবারের হাতে এই টেউটিন প্রদান করেন । এসময় অনুষ্ঠানে রোটারি ক্লাবের গর্ভনর আবু ফয়েজ খান চৌধুরী,রোটারী ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট মো.মহিউদ্দিন,রোটারী ক্লাব অব বান্দরবানের সেক্রেটারী তরুণ কান্তি দাশ, রোটারিয়ান আনিসুর রহমান সুজন, রোটারিয়ান মোঃ খলিলুর রহমান সোহাগ, রোটারিয়ান মোঃ ফারুখ আহম্মেদ চৌধুরী, রোটারিয়ান সুজন চৌধুরী সনজয়সহ রোটারী ক্লাব অব বান্দরবানের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোটারি ক্লাবের গর্ভনর আবু ফয়েজ খান চৌধুরী বলেন,গরীব ও অসহায়দের পাশে থেকে রোটারী ক্লাব অব বান্দরবান যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। আর্তমানবতার সেবায় ইতিপূর্বে এই রোটারী ক্লাব অব বান্দরবান অনেক কাজ করে সাফল্যমন্ডিত করেছে এবং আগামীতে এই ধরণের কল্যাণমুলক কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। এসময় তিনি সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী গরীব ও অসহায়দের পাশে থাকার আহবান জানান। অনুষ্ঠানে গরীব ও অসহায় ১২পরিবারকে ঘর নির্মাণ করার জন্য প্রতি পরিবারকে ৩বান্ডিল করে টেউটিন প্রদান করে আয়োজকেরা।
Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’