ঢাকা সোমবার, মে ১৩, ২০২৪
বান্দরবানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ক
  • বান্দরবান প্রতিনিধি:
  • ২০২২-০৩-০২ ০৬:১৬:৫১

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে সারাদেশের ন্যায় বান্দরবানেও বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) দুপুরে বান্দরবান বাজারস্থ ২নং গলি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয়। সমাবেশে নেতাকর্মীরা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। এছাড়াও সর্বগ্রাসী দুর্নীতিতে সাধারণ কেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তারা সারাদিন যা আয় করে তা দিয়ে দুবেলা পেট পুরে খেতে পারেনা। মধ্যবিত্তরা রয়েছে আরও বেশী সমস্যায়, তারা সীমিত আয়ের ভিতরে চলতে হয়, কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা। তাই অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে তা নাগালের মধ্যে আনা এবং সর্বগ্রাসী দুর্নীতি বন্ধের দাবী জানান বক্তারা, তা না হলে সাধারণ জনগণ এর সমুচিত জবাব দেবে বলে হুশিয়ারী দেন সমাবেশে বক্তরা। 

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।  এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বিএনপি নেতা আবিদুর রহমান, রিটন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জামান, যুগ্ম আহবায়ক চনুমং মার্মাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ