ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রী গণধর্ষণের ঘটনায় র‌্যাব গ্রেফতার করলো ৬ জনকে
  • গোপালগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০২-২৬ ০৭:২৩:৫৪

জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী গণধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, রাকিব মিয়া অরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪) ও তুর্য মোহস্ত (২৬)। এরা গোপালগঞ্জের স্থানীয় যুবক। বিভিন্ন পেশার সাথে জড়িত।

শনিবার দুপুরে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান,  চাঞ্চল্যকর ও আলোচিত গোপালগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

প্রসঙ্গত, গত বুধবার রাতে গণধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী তার বন্ধুর সাথে শহরের নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে এক অটোতে তাদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজ এর নির্মাণাধীন ভবনে নিয়ে ওই ছাত্রীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং তাকে গণধর্ষণ করে।

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস