গাজীপুরে সাংবাদিক হাসিব খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে মোহাম্মদ আলী নামের এক ব্যাক্তি। এ ঘটনায় তিনি শনিবার গাজীপুর সদর মেট্রোপলিটন থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং ২০৫৮)।
হাসিব খান গাজীপুরের রথখোলা এলাকার বাসিন্দা। তিনি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। হাসিব খান বলেন, সংবাদ সংগ্রহের কাজে তিনি জেলার হাড়িনাল এলাকায় ছিলেন। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪.৪১ মিনিটে ০১৭৬৫৫৩১২৩১ নম্বর থেকে তাকে ফোন করা হয়। এ সময় তাকে গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের মোহাম্মদ আলী নামের এক ব্যাক্তি। সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ায় গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তিনি দ্রুত হুমকিদাতাকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহব্বান জানান। জিডির তদন্ত কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন থানার এস আই ইমতিয়াজুল ইসলাম বলেন,এ ঘটনায় হাসিব খান নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মোহাম্মদ আলীকে একাধিকবার ফোন করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।