ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২২-০২-২৫ ০৮:৫৬:৪৯
ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর আসরের পক্ষ থেকে 'মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা'র জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শহরের মধ্যপাড়ায় অনুষ্ঠিত খেলাঘর আসরের এক বর্ধিত সভা থেকে এ আহবান জানানো হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর আসরের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. আবু সাঈদ। সংগঠনের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল সরকার, ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের প্রতিষ্ঠাতা আহবায়ক এটিএম ফযেজুল কবির, জেলা সহসভাপতি রতন কান্তি দত্ত ও সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য ও মিনহাজ নবী পলাশ, সংগঠক শামীম আহমেদ, মাহাবুব আলম, সফিকুল চৌধুরী, জামাল হোসেন পান্না, রওনক সুলতানা পারভীন, প্রভাষক পংকজ দেব, লিটন চৌধুরী, প্রবীর চৌধুরী রিপন, নীতিশ রায় প্রমুখ। পরে শিগগীরই সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করার জন্য ডা. আবু সাঈদকে আহবায়ক ও নীহার রঞ্জন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। বর্ধিত সভার শুরুতে সংগঠনের প্রয়াত একাধিক সদস্য ও তাঁদের আত্মীয় স্বজনদের মৃত্যুতে একটি শোক প্রস্তাব পাঠ করা হয়।
সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ