নবীনগরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
- নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
-
২০২২-০২-২৪ ০৮:৪৪:৫৫
- Print
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবন এর অভিযোগে ০৪ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন সলিমগঞ্জ ইউনিয়নের মোহাম্মদ নাজিম উদ্দিন, পিতা- মোহাম্মদ মিলন মিয়া, মোঃ সালে মুসা, পিতা- মিজান মিয়া, মোঃ শামীম মিয়া, পিতা কামাল মিয়া, ফয়সাল মিয়া পিতা- নূর মোহাম্মদ।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবন, বিক্রয় ও সংরক্ষণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিনজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড এবং ০১জনকে,১০০টাকা ও ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন মাদক একটি সমাজকে একটি পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে আমাদের সম্মিলিত অভিযান এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে । প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে, আমাদেরকে সহযোগিতা করবেন। মাদক কারবারি যত শক্তিশালীই হোক আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।
উক্ত অভিযানে নবীনগর থানার এস আই নাজিমুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।