ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
দিনাজপুর ফুলবাড়ীতে সাড়ে ছয় লক্ষ টাকার গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক
  • সুলতান মাহমুদ দিনাজপুর
  • ২০২২-০২-১৬ ০৮:৫৯:৪৪
দিনাজপুর ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ লক্ষ ৬০ হাজার টাকা মুল্যের ৩৩ কেজি গাঁজা সহ মো.সাইফুল ইসলাম(৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশ। আটক মো.সাইফুল ইসলাম(৩৫) উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মো. সামসুদ্দিন এর ছেলে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিহাল ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা,একটি ভ্যান রিক্সা সহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামান এর নেতৃতে এসআই মোজ্জাফ্ফর,এএসআই শাহিদুল,এএসআই গোলাম রাব্বানী,এসএস আই আলাল,এএসআই আমজাদ সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিহাল ইউনিয়নের রসুলপুর থেকে ভ্যান যোগে আমড়া যাওয়ার পথে অভিযান চালিয়ে হযরতপুর তিন রাস্তার মোড়ে রিস্কা-ভ্যান আটক করে তল্লাশী চালালে, দুইটি সাদা সারের বস্তায় ৩৩ কেজি গাঁজা এবং একটি রিস্কা-ভ্যান উদ্ধার সহ সাইফুল ইসলাম (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি রিস্কা-ভ্যান সহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রয় আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং (৬)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মুল্য নির্ধারণ করা হয়েছে ৬ লক্ষ ৬০ হাজার টাকা।
আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস