ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান'র স্মরণ সভা ও দোয়া মাহফি
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২২-০২-১০ ০৯:৪১:০৯
আলমগীর কবীর হৃদয়-গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা থেকে সোনার বাংলা মা একাডেমি পাবনা, বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান সোনার বাংলা মা একাডেমির সম্মানিত উপদেষ্টা ছিলেন। তিনি দেশমাতৃকার অকুতোভয় সূর্য সন্তান একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন দীর্ঘ বছর, এ ছাড়াও দেশের অন্যতম শ্রমিক নেতা হিসেবে তার ধারে কাছে এখন পর্যন্ত তেমন কোন নেতৃত্ব গড়ে ওঠেনি বলে বক্তারা বলেন। অনুষ্ঠানের শুরুতে সোনার বাংলা মা একাডেমির সভাপতি সাইদুর রহমান স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক নৃত্য প্রশিক্ষক সুমন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ উদ্দীন প্রধান মেয়র পাবনা পৌরসভা। উত্তরণ পাবনা'র প্রতিষ্ঠাতা সভাপতি ও ফিনান্সিয়াল পোস্ট এর পাবনা প্রতিনিধি আলমগীর কবীর হৃদয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক আব্দুল মতিন খান, ওয়াজি উদ্দিন খান এর সন্তান সাথী, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনূর ইসলাম রেমন, বি এম এস এফ পাবনা শাখার সভাপতি ডাঃ আব্দুস সালাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি আবুল কাশেম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ,কবি ও গীতিকার অধ্যক্ষ এনামুল হক টগর, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম, ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী,সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সহ-সভাপতি মাহবুবুর আলম লিটন, কবিতা সংসদ পাবনার সভাপতি মানিক মজুমদার, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, আই এন এস এর প্রধান সম্পাদক হাসান আলী, একাত্তর টেলিভিশন পাবনা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, তারুণ্যের অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা জুবায়ের খান প্রিন্স, প্রধান সম্পাদক দৈনিক পাবনার চেতনা এস এম আদনান উদ্দিন প্রমূখ।
সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ