ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নরসিংদী সদর প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • নরসিংদী প্রতিনিধিঃ
  • ২০২২-০২-০৬ ০৪:৪১:০৮

নরসিংদী সদর প্রেসক্লাবে’র সভাপতি কাউছার হোসাইন ও সাপ্তাহিক আজকের চেতনা’র প্রকাশক ও সম্পাদক এ বি এম আজরাফ টিপু এর রোগমুক্তি কামনায় মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারী শনিবার বাদ আছর সদর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সদর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও গ্লোবাল টিলিভিশনের জেলা প্রতিনিধি মো: শফিকুল ইসলাম মতি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল এবং সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঞা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্ট্রি।

এ সময় উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নাছিবুর রহমান খান,  নরসিংদী জেলা জার্নালিষ্ট এন্ড রাইটার্স সোসাইটির সভাপতি, পলাশ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ও প্রবীণ সাংবাদিক, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি হাজী জাহিদ,  সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুল হক আহাদ(সমির), শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল হাসান, রায়পুরা প্রেসক্লাবের ফজলুল হক খোকা, মনোহরদী প্রেসক্লাবের সাখাওয়াত প্রধান, বাংলাদেশ সংবাদ সংস্থা’র নরসিংদী সভাপতি মীর হোসেন চঞ্চল, সদর প্রেসক্লাবের সদস্য আকিকুল ইসলাম স্বপন,রেজাউল করিম,আরিফুল ইসলাম, জাকির হোসেন, সাইফুল ইসলাম, কামাল মিয়া, মনির, রফিকুল ইসলাম রমজান, মোশরফ হোসেন, আকিব প্রমূখ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, নরসিংদী সদর প্রেসক্লাবে’র সভাপতি কাউছার হোসাইন ও সাপ্তাহিক আজকের চেতনা’র প্রকাশক ও সম্পাদক এ বি এম আজরাফ টিপু অসুস্থ হয়ে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মহান আল্লাহর নিকট তাদের রোগমুক্তি কামনায় সাহায্য প্রার্থনা করেন।

এছাড়া সদর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সামসুল আলম ডিপটি, বিজয় টিভি’র নরসিংদী জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক তোফাজ্জল হোসেন, মোখলেছুর রহমান ও স্বপন মিয়া এর অকাল মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনাসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ পরিচালনা করেন সদর প্রেসক্লাব মসজিদের ইমাম।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’