ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সুনামগঞ্জ, জগন্নাথপুরের তরুণ আইনজীবী এডভোকেট সুয়াইব আহমদ বার এট্ ল পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন
  • প্রফেসর মোঃ জহিরুল হক
  • ২০২২-০২-০৪ ০৪:৫২:১৮
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর – শাহারপাড়া ইউনিয়নের চিতুলীয়া গ্রামের মরহুম আলহাজ্ব হরমুজ আলী মাস্টার সাহেবের কনিষ্ঠ পুত্র এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিস্ট ব্যাবসায়ী জনাব সালেহ আহমেদের ছোট ভাই সুয়াইব আহমদ বার এট ল পড়তে যুক্তরাজ্য যাচ্ছেন। সুয়াইব স্থানীয় প্রাইমারী স্কুল শেষ করে শ্রীরামসি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় পরিবারের সাথে সিলেটে এসে সিলেট ক্যাডেট ক্যাম্পাস উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ, এস, সি পাশ করে বাবা আলহাজ্ব হরমুজ আলী মাস্টারের একান্ত ইচ্ছায় আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন।সেলক্ষ্যে সে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কৃতিত্বের সহিত এল,এল,বি অনার্স ও এল,এল এম ডিগ্রি সম্পন্ন করেন। তারপর ২০১৮ সালে একজন তরুণ আইনজীবী হিসেবে যোগদান করেন সিলেট জেলা বারে। অত্যন্ত সুনামের সাথে দায়ীত্ব পালন করে দীর্ঘ প্রায় তিন বছর সিলেট জেলা দায়রা ও জজ আদালতে আইনজীবী হিসেবে সকলের দৃস্টি কাড়তে সক্ষম হন। বাংলাদেশের মহামান্য হাইকোর্টে যোগদান করার প্রাক্কালে উচ্চ শিক্ষা( বার এট্ ল) লাভের জন্য তিনি যুক্তরাজ্যে যাত্রা করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।তার স্ত্রী ডাক্তার সুহাদা বেগম সিলেটের স্বনামধন্য মাউন্ট এডোরা হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।তিনি সকলের দোয়া কামনা করেছেন।
Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’