বান্দরবানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরের আকাশ চৌধুরীকে সভাপতি এবং সুমন কান্তি দে'কে সাধারণ সম্পাদক করে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে সন্ধ্যা কালীন বিনীত প্রার্থনার পরে এ নতুন কমিটি গঠন করা হয়। এসময় নতুন পরিচালনা কমিটিতে কোষাধ্যক্ষ পদে কৃষ্ণ পদ দাশ এবং সাংগঠনিক সম্পাদক পদে টিপু দাশকে নির্বাচিত করা হয়।
এসময় নতুন পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি আকাশ চৌধুরী জানান, মন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করবে এ কমিটি। মন্দিরের উন্নয়নে আশা করি সবাই সহযোগিতা করবেন। নির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ কৃষ্ণ পদ দাশ জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হবে এবং এ কমিটি তিন বছর মেয়াদী। উল্লেখ্য, ১৯৯০ সালে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশনে নির্মাণ করা হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের মন্দির।