ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
মরহুম হাজী মো. শফি স্মৃতি সংসদের উদ্যোগে বিজয় র‌্যালি
  • চট্টগ্রাম প্রতিনিধি:
  • ২০২১-১২-২৫ ০১:৫০:০৯

চট্টগ্রাম মহানগর আ.লীগের সাবেক অর্থ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী শফি স্মৃতি সংসদের উদ্যোগে ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাব্বির ওসমান বাচ্চু এর নেতৃত্বে বিশাল বিজয় র‌্যালি বের করা হয়।

বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ‘ক’ ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম চিশতি, কোতোয়ালি থানা আওয়াগী লীগের সদস্য রফিক আকবর, মহানগর যুবলীগ নেতা হাজী ইউছুফ হারুন আরিফ। আরো উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড যুবলীগ নেতা আরাফাত ওসমান, কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা আবরাল ওসমান, হাজ্জাতুল ইসলাম, ইফতি, ৩২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সালসাবিন ইসলাম, সুদীপ্ত, আলভি, মেহরাজ রাব্বি, হাসান, আকাশ, হৃদয় প্রমুখ। ৩৪ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা তারেক , আরাফাত, তামজীদ, সাইফ, সাব্বির, রকিব, ইমতিয়াজ, আপন, ঋতিক আরো আরো অনেকেই।

বিজয় র‌্যালিটি পাথরঘাটা ব্যান্ডেল রোড থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড়ে শুরু হয়ে কোতোয়ালী মোড়ে শেষ হয়।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’