ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুরে রাতের আধারে খ্রিষ্টান পল্লীতে শীতবস্ত্র পৌছে দিলেন জেলা প্রশাসক
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-১২-২৫ ০১:৪৩:৩৩

দিনাজপুরের ক্রিসমাস ডে উপলক্ষে সিদ্ধার্থ খ্রীষ্টান পল্লীতে খ্রিস্টান ধর্মালম্বী বয়স্ক নারী ও পুরুষদের মাঝে শীতবস্ত্র নিজ হাতে পৌঁছে দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। 

শুক্রবার দিনগত রাত সাড়ে আটটার দিকে দিনাজপুর পৌর এলাকার  মির্জাপুর খ্রীষ্টান পল্লীতে নিজে ঘরে ঘরে  শীতবস্ত্র পৌঁছে দেন জেলা প্রশাসক। 

শীতার্ত সত্তরোর্ধ্ব ডেবিট এ কনকনে শীত উপেক্ষা করে নিজ ঘরের দুয়ারে চেয়ারে বসে আছেন এমন সময়  দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকী নিজের হাতে শীতবস্ত্র গায়ে জড়িয়ে দিয়ে বলেন, আমি আপনাদের সেবা করার জন্য সরকার আমাকে নিয়োগ প্রদান করেছেন তাই আপনাদের সেবা করার একটু সুযোগ দিলে ধন্য হব।  তিনি আরোও বলেন-ক্রিসমাস ডে  উপলক্ষে প্রধানমন্ত্রীর যৎসামান্য উপহার আপনারা গ্রহণ করে আমাকে ধন্য করুন। তিনি আরো বলেন জেলা প্রশাসন আপনাদের পাশে সব সময় থাকবে যে  কোনো আপত্তি বিপদে স্মরণ করবেন আমি আপনাদের ডাকে সাড়া দিব।  

একই ভাবে আশি বছরের বয়স্ক ফুলু মার্ডি  বয়সের ভাড়ে কুড়ে ঘর থেকে বের হতে পারছে না। পাতলা কাথা গায়ে শুয়ে আছেন আর শীতে কাঁপছে এমন সময় কম্বল হাতে তার ঘরে পৌছে নিজ হাতে কম্বল গায়ে জড়িয়ে দিলেন জেলা প্রশাসক খালেদ ম্হোাম্মদ জাকী। এমন মানবতার দৃষ্টন্ত স্থাপন করে যাচ্ছেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।   

জেলা প্রশাসক বলেন আপনি শুয়ে থাকেন মা আমি আপনার গায়ে  শীতবস্ত্র জড়িয়ে দিয়ে যাচ্ছি। আপনার পাশে দাড়াতে পেরে এবং সেবা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনেকরছি। 

জেলা প্রশাসক এমন ভাবে একাধিক ঘরে বয়স্ক ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে তাদের শীতবস্ত্র তুলে দিলেন জেলা প্রশাসক। এছাড়াও খ্রীষ্টান পল্লীতে গির্জার সামনে ৫ শতাধিক খ্রিস্টান ধর্মালম্বীদের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি বলেন, শীতবস্ত্র সরকারের পর্যাপ্ত রয়েছে আমরা দিনাজপুরের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাই আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ চাই। এ সময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম , দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মূর্তজা আল মুঈদ ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’