ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বরুড়া উপজেলায় জাতীয় সাংবাদিক ফোরাম উদ্দ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
  • মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া (বাবুল): বরুড়া, কুমিল্লা
  • ২০২১-১২-২৫ ০১:৩৮:০৬

আজ ২৪ শে ডিসেম্বর  ২০২১ রোজ শুক্রবার, কুমিল্লার বরুড়া উপজেলায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম এর উদ্যোগে অসহায় দুস্তদের  মাঝে শীত উপহার হিসাবে  কম্বল  বিতরণ করা হয়। 

বরুড়া  হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন  এর  সভাপত্বিতে কম্বল  বিতরণ অনুষ্ঠানটি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির ক্রাইম সম্পাদক পি.আই. বি ও বি.পি সি থেকে ট্রেনিংপ্রাপ্ত সাংবাদিক  মোঃ নুরুর রহমান (টিপু সুলতান)। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরুড়া উপজেলা কমিটির সভাপতি  মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া (বাবুল)। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঢাকা থেকে আগত দৈনিক দেশের পত্র পত্রিকার ও জে টিভি সাংবাদিক মোঃ রাহাত চৌধুরী, কুমিল্লা থেকে আগত দৈনিক বজ্র কন্ঠ পত্রিকার ও সি.ভি.সি টিভির সাংবাদিক মোঃ শহিদ, বরুড়া স্থানীয় শ্রমিক নেতাঃ ফজলুল হক।

এসময় প্রধান বক্তা মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া (বাবুল) বলেন, আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে, কনকনে হিমেল হাওয়া মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে,  প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে  তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। তাই বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম  এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত মনে করেন । অসহায় মানুষকে দুর্দিনে  সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি । প্রায় ১২০ (এক শত বিশ)  জন শীতার্ত  মানুষের মাঝে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কম্বল  বিতরণ করে। 

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম বরুড়া উপজেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারির দীন মোহাম্মদ মজুমদার,  বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরুড়া উপজেলা কমিটি  দপ্তর সম্পাদকঃ সৈয়দ সাব্বির আহম্মেদ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য বরুড়া উপজেলা কমিটি কোষাধ্যক্ষ গাজী এম এ খায়ের, বরুড়া উপজেলা কমিটির প্রচার সম্পাদক জহির হোসেন। 

সার্বিক সহযোগিতায়, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় করেনঃ মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া ও ছৈয়দ সাব্বির আহম্মদ।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’