ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ধরিত্রী আবাসন মেলা-২০২১
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২১-১২-১১ ০৩:৫১:৩৬

"‍সহজ গৃহায়ন গোল্ডেন চান্স" স্লোগানে তিন দিনব্যাপী ধরিত্রী আবসান মেলা-২০২১-এর আজ শেষ দিন। গত ০৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার থেকে অফিসার্স ক্লাব ঢাকা, ২৬ বেইলি রোড-এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পদ্মা সেতুকে কেন্দ্র করে আগামী দিনের নতুন ঢাকায় স্বপ্নের শহরে বিভিন্ন উপহার ও ছাড় দিয়ে জমি এবং ফ্ল্যাট ক্রয়ের সুযোগ দিয়ে এই মেলার আয়োজন করে ধরিত্রী প্রপার্টিজ লিঃ।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’