ঢাকা সোমবার, মে ১৩, ২০২৪
দিনাজপুর খানসামায় পুড়ে ছাই ১৭ ঘর
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-১২-০৮ ০৬:৩৪:৫৯

দিনাজপুরের খানসামায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে রান্না ঘরের মাধ্যমে আগুন ছড়িয়ে ১৫ পরিবারের বসতঘর পুড়ে ভস্মিভুত হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলি খোলা আকাশের নীচে বসবাস করছে । 

আজ মঙ্গলবার সরে জমিন ঘুরে দেখা গেছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিতে  খোলা আকাশের নীচে বসে থাকতে দেখা গেছে । গত মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিটে আংগারপাড়া ইউনিয়ন এর সাবুদেরহাট হালি পাড়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্বণখুলী সাবুদের হাট হালি পাড়া এলাকার আঃ রাজ্জাকের রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তেই বিদ্যুৎ এর মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে চারিদিক। একে একে ১৫টি পরিবারের ১৭টি বসতঘর, গোয়াল ও রান্নাঘর এবং আসবাবপত্রসহ ঘরের বেশীর ভাগ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 

আব্দুর রাজ্জাক বলেন , প্রতিদিনে ন্যায় পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি । গভীর রাতে প্রতিবেশির চিৎকারের কান্নার শব্দ শুনে ঘুমে ভেঙ্গে যায় । পরে দেখতে পাই চারদিকে আগুনে লীলিশিখা ও দাউ দাউ করে আগুনে পুড়ে সব শেষ গেছে । একমুট চাউলও নেই যে ছেলে মেয়েদেরকে খাওয়াব । গত কালই আমার সব ছিল আজ আমি পথের ফকির হয়ে গেছে ।   

খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর পাশাপাশি ঘর থেকেও অনেক জিনিসপত্র বের করতে পেরেছি।

তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ