ঘুনির্ঝর জাওয়াদ এবং টানা তিন দিনের বৃষ্টিতে পটুযাখালী জেলায় ৮টি উপজেলায় বিভিন্ন জাতের আমন ধান সহ রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
কয়েক দফায় বৃষ্টির কারনে তলিয়ে গেছে পটুয়াখালীর এক লক্ষ বেশি হেক্টর জমির বিভিন্ন জাতের আমন ধান সহ কয়েকশত হেক্টর জমির তরমুজের খেত সহ বিভিন্ন ধরনের রবিশষ্য। বেশি ক্ষতি হয়েছে পাকা ধানের। কৃষক ধান কাটার প্রস্তুতি নিতেই শুরুু হলো বৃষ্টি এতে কৃষকের পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় ধান কাটতে না পেরে নষ্ট হয়ে গেছে শত শত হেক্টর ফসল।
এদিকে তরমুজ সহ ভুট্রা,মরিচ,ডাল,বাদাম সহ বিভিন্ন ধরনের রবিশস্যর বীজ রোপন করতে না করতে বৃষ্টির পানিতে ক্ষেত সহ সকল ধরনের রোপন রা বীজ পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। ফল আসার আগ মুহূর্তে চরম বিপর্ষয়ের মুখে পড়েছে কয়েক হাজার কৃষক।
কিন্তু এ বছর অসময় পৌষের বৃষ্টি আসায় ধান না কাটতে পেরে অসহায় হয়ে পরেছে তারা। এতো কষ্টো করে জমিতে চাষ করে যখন ধান কাটার প্রস্ততি নিয়েছে তখনই বৃষ্টি কেড়ে নিয়েছে কৃষকের পরিবারে মুখে হাসিটা। তারা কিভাবে এই দেনা পরিশোধ সহ পরিবার নিয়ে কিভাবে সংসার চালাবে এই চিন্তায় তাদের দু চোখের পাতা এক করতে পারছে না। এই ক্ষতি পুরন করে আগামীতে কি ভাবে ক্ষতিগ্রস্থ কৃষকেরা জমিতে ফসল ফলাতে পারে তার সহযোগীতা কামনা করছে সরকারের কাছে।
পটুয়াখালীতে এ বছর ১ লক্ষ ৯০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধান চাষ করেছে কৃষক এর মধ্যে৭০ হাজার হেক্টর জমির ধান কৃষক ঘরে তুলতে পারলেও বাকি ধান কাটার আগে বৃষ্টি আসে। এতে কি পরিমান কৃষকের ধানের ক্ষতি হযেছে তা সঠিক ভাবে নিরুপান না করে জানাতে পারছে না জেলা কৃষি সম্পসারন অধিদপ্তর পটুযাখালী।