দিনাজপুর সদরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব -১৩। এ সময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বুধবার (২৪ ই নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর র্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষযটি নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডারের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইড লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
আটক মাদক কারবারীর নাম মোঃ নাদিম (২৫), নোয়াখালী জেলার শ্যামবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের সাইদুল ইসলাম ওরফে তৌহিদুলের ছেলে। রফিকুল ইসলাম (২০) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার গরনরপুর গ্রামের আকবর আলী ছেলে। ফিরোজ বাবলু জনি (২৬) ফেনী জেলার সদরের মাতিহারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। এ সময় মাদক পরিবহনে ব ̈বহৃত কফি রঙের ঢাকা মেট্রো চ ১৪-১৫৭৯ নাম্বারের একটি প্রাইভেট মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
দিনাজপুর র্যাব -১৩ সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা সদরের সুন্দরবন ইউনিয়নস্থ ৫ নং ওয়ার্ডে এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২৫০ গ্রাম মাদক দ্রব ̈ গাঁজা সহ মোঃ নাদিম (২৫), রফিকুল ইসলাম (২০), ফিরোজ বাবলু জনি (২৬) গ্রেফতার করা হয়। মাদক কারবারীরা অভিনব কায়দায় যাত্রী সেজে বিপুল পরিমান গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘ ধরে এই মাদক কারবারের সাথে জড়িত বলেও তারা স্বীকার করেছে।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মাদক ব্যবসায়েিদরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।