ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
টেকনাফে যৌথ অভিযানে আইস, ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক ১
  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২১-১১-২৫ ০৩:৪০:২৪

দেশের সীমান্ত উপজেলা টেকনাফে প্রাণঘাতি ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস, ইয়াবা, অস্ত্র, গুলি সহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। ২৩ নভেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে র‌্যাব-১৫ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত যৌথ অভিযানে মাদক এবং অস্ত্রসহ তাকে আটক করা হয়। 

আটককৃত আলমগীর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং পাড়ার জামাল হোছনের পুত্র। 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর ভোরে জামাল হোছনের বসতঘরে একযোগে অভিযান চালায় র‌্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই সময় আলমগীরকে আটক করা হয়। পাশাপাশি ঘরে তল্লাশি করে ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ১১ হাজার পিছ ইয়াবা, ২টি দেশীয় রাইফেল, ১৩ রাউন্ড তাজা এবং দুই রাউন্ড গুলির খোসা এবং ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 

ধৃত আলমগীরকে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস