ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন নজরুল ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
-
২০২১-১১-২৩ ১১:৩১:৫৪
- Print
সৎ, নিষ্ঠাবান ও দক্ষ অফিসার ক্যাটাগরিতে ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ পেলেন নজরুল ইসলাম, থানা নির্বাচন অফিসার, উত্তরা, ঢাকা।
২২ নভেম্বর (সোমবার) আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভিন্নমাত্রা মিডিয়া ভিশন জুরিবোর্ড কর্তৃক আয়োজিত "ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১"-এ সৎ, নিষ্ঠাবান ও দক্ষ অফিসার ক্যাটাগরিতে ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করেন ৷
নজরুল ইসলাম-এর জন্ম গাজীপুর জেলার কাপাসিয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে ২০০৯ সালে থানা নির্বাচন অফিসার, পলাশ, নরসিংদীতে চাকরি জীবন শুরু করেন। সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে ২০১১ থেকে ২০১৬ পযন্ত নরসিংদী সদর নির্বাচন অফিসার; ২০১৬ থেকে ২০২০ পযন্ত মোহাম্মদপু থানা নির্বাচন অফিসার এবং বতমানে ২০২০ অক্টোবর থেকে উত্তরা থানা নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।