ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সোস্যাল কেয়ার অব নেশন'র ৮ম জন্মদিনে ব্যাতিক্রমী আয়োজন
  • কুলাউড়া প্রতিনিধিঃ
  • ২০২১-১১-০৭ ০৬:৪০:১২

মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিক সন্তানদের সাথে দিনব্যাপী খেলাধুলার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্থানীয় সামাজিক সংগঠন এসসিএন (সোস্যাল কেয়ার অব নেশন)। সংগঠনটির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (৫ নভেম্বর) উপজেলার গাজীপুর ইস্পাহানী চা বাগানস্থ মেহেদীবাগ মাঠে দিনব্যাপি নানা ইভেন্টের মধ্য দিয়ে উদযাপিত হয় এ অনুষ্ঠান । চা শ্রমিক সন্তানরা উৎসব-উদ্দীপনায় নানা ইভেন্টে অংশগ্রহন করে এবং অভিবাবকরা উৎফুল্য মেজাজে উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেহেদীবাগ ডিভিশন) আবু সুফিয়ান, জ্যেষ্ঠ সাংবাদিক মোক্তাদির হোসেন, সংগঠনের উপদেষ্ঠা একেএম জাবের,  আয়োজক সংগঠনের পরিচালনা পর্ষদ সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, জামিল আহমদ চৌধুরী, খায়রুল কবির জাফর, সফি আহমদ, সাবেক সভাপতি সালাউদ্দিন আল সালোক,  বর্তমান সভাপতি সায়েম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু, বর্তমান সাধারণ সম্পাদক তাহমিদ খাঁন শাওন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ প্রমুখ।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’