ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
রূপগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • ২০২১-১১-০১ ১০:৫৯:০২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় গাফফার মিয়া (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালাদী গ্রীণ ইউনিয়ভার্সিটির সামনে এ ঘটনা ঘটে। নিহত গফফার মিয়া উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা। ভুলতা হাইওয়ের ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সালাউদ্দিন জানান, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালাদী গ্রীণ ইউনিয়ভার্সিটির সামনে দিয়ে গাফফার মিয়া রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৬৯৩৩) গাফফার মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতের লাশ হাইওয়ে পুলিশে হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।
Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’