ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পদক পেলেন জজ ভূঞা গ্রুপের চেয়ারম্যান
  • মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
  • ২০২১-১০-৩০ ০৫:৪০:৫৩

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে বস্ত্র খাতে বিশেষ অবদানের জন্য শিল্প মন্ত্রনালয় কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ পেলেন নরসিংদী সদর উপজেলার মাধবদীর জজ ভূঞা গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠান।


বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারে বৃহৎ শিল্প ক্যাটারিতে দ্বিতীয়  স্থানে নির্বাচিত হয়েছেন মাধবদীর ইঞ্জিনিয়ার মোঃ ফায়জুর রহমান ভূঞা জুয়েল (সিআইপি)’র মালিকানাধীন জজ ভূঞা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জজ ভূঞা টেক্সটাইল মিলস।

গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে নিজ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ ফায়জুর রহমান ভূঞা জুয়েল এই পদক গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ গোলাম ইয়াহিয়া।

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহের লক্ষ্যে প্রচলিত রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কারের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দেশে প্রথমবারের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারে ৭টি ক্যাটাগরিতে ২৩জন ও রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কারে ৬টি ক্যাটাগরিতে ১৯জন সহ মোট ৪২ জনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, শিল্প উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সৃজনশীলতাকে উৎসাহ ও তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে চালু হওয়া রাষ্ট্রপতি শিল্প পুরস্কারের পাশাপাশি ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার নীতিমালা প্রণয়ন করে সরকার। ওই বছরের ১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিমালাটির অনুমোদন দেয়। মূলত শিল্প খাতে অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ শিল্প পুরস্কারের প্রবর্তন করা হয়। যাহাতে প্রত্যেক ক্যাটাগরির প্রথম পুরস্কার হিসেবে তিন লাখ টাকা ও ২৫ গ্রাম ১৮ ক্যারেটের স্বর্ণখচিত ক্রেস্ট, দ্বিতীয় পুরস্কার দুই লাখ টাকা ও ২০ গ্রাম ১৮ ক্যারেটের স্বর্ণখচিত ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার এক লাখ টাকা ও ১৫ গ্রাম ১৮ ক্যারেটের স্বর্ণ খচিত ক্রেস্ট প্রদান করা হয় ।

 ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
নীলফামারী জেলা দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন
খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানা, জলোচ্ছ্বাসের শঙ্কা