ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
কাপাসিয়ায় পুড়িয়ে ফেলা হলো ১৩ টি নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল
  • হাসিব খান, গাজীপুরঃ
  • ২০২১-১০-২৭ ১৩:৩৮:৩৩
চায়না জাল এর পরিচিত নাম ম্যাজিক জাল। এসব জাল আসলে বিশেষ করে এক ধরনের ফাঁদ। ৬০ থেকে ৮০ ফুট লম্বা এ জাল ছোট ছোট খোপের মতো খালবিল নদীনালা ও জলাশয়ে থাকা ছোট বড় সব ধরনের মাছ এ জালে আটকা পরে। বুধবার সকালে কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া ইউনিয়নের মাধুলী বিলে উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম মোর্শেদ খান পাবেল এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদের সহযোগিতায় সকাল সাড়ে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত অভিযান চালানো হয় । এ সময় ১৩ টি চায়না ম্যাজিক কারেন্ট জাল জব্দ করে উপজেলা আনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃহারুন অর রশিদ বলেন, চায়না জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত ভাবে অভিযান চলবে।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ