ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ইজতেমা ময়দানে সাদপন্থীদের নিষিদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-১২-২০ ০৭:৩১:৩৯
টঙ্গী ইজতেমা ময়দানে নিরীহ মুসল্লিদের উপর সাদ পন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী সাদ পন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া উলামা মাশায়েখ ও তৌহিদি জনতা। গতকাল শুক্রবার দুপুরে জুম্মা নামাজের পর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার তৌহিদী জনতা ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টেংকের পাড় মাঠে এসে সমবেত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমারশীল মোড়, হাসপাতাল রোড,কোটরোড় ও মাদ্রাসা মোড়সহ বিভিন্ন প্রধান সড়ক প্রদিক্ষিন করে কাউতলী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, হেফাজত ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুফতি মুবারকুল্লাহ্, সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইন প্রমুখ। এ সময় বক্তারা, ইজতেমা ময়দানে হত্যাকান্ডে জড়িত সাদপন্থীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান। পাশাপাশি দেশ ব্যাপী সাদ পন্থীদের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি তুলেন।৷
আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: ড্যাব মহাসচিব
নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে জুয়েল সভাপতি ও তৌহিদ সম্পাদক নির্বাচিত
ইজতেমা ময়দানে  সাদপন্থীদের নিষিদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
সর্বশেষ সংবাদ