কাপাসিয়ায় পুড়িয়ে ফেলা হলো ১৩ টি নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল
হাসিব খান, গাজীপুরঃ ||
২০২১-১০-২৭ ১৩:৩৮:৩৩
চায়না জাল এর পরিচিত নাম ম্যাজিক জাল। এসব জাল আসলে বিশেষ করে এক ধরনের ফাঁদ। ৬০ থেকে ৮০ ফুট লম্বা এ জাল ছোট ছোট খোপের মতো খালবিল নদীনালা ও জলাশয়ে থাকা ছোট বড় সব ধরনের মাছ এ জালে আটকা পরে।
বুধবার সকালে কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া ইউনিয়নের মাধুলী বিলে উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম মোর্শেদ খান পাবেল এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদের সহযোগিতায় সকাল সাড়ে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত অভিযান চালানো হয় ।
এ সময় ১৩ টি চায়না ম্যাজিক কারেন্ট জাল জব্দ করে উপজেলা আনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃহারুন অর রশিদ বলেন, চায়না জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত ভাবে অভিযান চলবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com