ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পাবনা মোটর মালিক গ্রুপের নির্বাচনে ৬৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২১-১০-২৫ ০৪:৫৭:২৩

পাবনা মোটর মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন ২৩ টি পদের বিপরীতে ৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাবনা মোটর মালিক গ্রুপের নির্বাচন ২০২১ এর নির্বাচন কমিশনের সদস্য শ্রী বাদল কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।  


সভাপতি পদে দুই জন যথাক্রমে বেবী ইসলাম এবং এম এ কাফী সরকার মনোনয়ন সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে তিনজন যথাক্রমে আবুল এহসান খান রেয়ন, মো. মমিনুল ইসলাম মমিন ও মো. মাসুদ সরকার (সুমন সরকার)। এ ছাড়া সহসভাপতি পদে ১৫ জন যথাক্রমে আবুল হোসাইন খান রিপন, গোপাল কুমার কর্মকার, শ্রী রমেন্দ্র নাথ ঘোষ, ইনসাফ আহমেদ, মো. মাহমুদ আলম চৌধুরী, সৈয়দ আশফাক হোসেন মন্টু, মো. খাদেমুল ইসলাম বাদশা, শাহ আলম খান শামীম, মো. মোশারোফ হোসেন খোকন, মো. বাকী সরকার, মো. সোলায়মান হক, মো. আব্দুল মতীন সরকার, আবু বক্কার শেখ, আক্কাস খান, মো. আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম পদে ৪ জন যথাক্রমে  আব্দুল মালেক খোকন, এসএম নুরুল হাসান ফারুক, শেখ খাইরুল আলম, মো. মাসুদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় পদে ৩ জন যথাক্রমে মো. শামসুল আলম, মি. প্রভাষ ঘোষ দুখু, মো ফিরোজ চৌধুরী। কোষাধ্যক্ষ পদে ৪ জন যথাক্রমে শ্রী কানাইলাল সরকার কানু, মো. এনায়েত কবির শামীম, মো. আফাজুর রহমান অলিভার, মো. ফিরোজ চৌধুরী। দফতর সম্পাদক পদে ৪ জন যথাক্রমে মো. আব্দুল মোতালেব সিদ্দিকী আশিক, মো. আব্দুল লতিফ, মো. রেজাউল করিম, শেখ খাইরুল আলম। এ ছাড়া ১২ টি নির্বাহী সদস্যে পদের বিপরীতে ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, খন্দকার এনামুল কবির তারেক, মো. শরিফ উদ্দিন সরোয়ার, মো. মোবারক হোসেন বিপুল, আলী আজগর কাদেরী শুভ্র, কানাইলাল সরকার কানু, মো. মুকুল হোসেন, মো. নুরুল ইসলাম বাপ্পী, মো. সালাউদ্দিন, আব্দুল হান্নান মালিথা, মো. জালাল উদ্দিন, শাহ জাফর খান হাসিম, মীর মোশারোফ হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. আব্দুল সালাম, মো. আতিকুর রহমান বাদশা, মো.নাহিদ হাসান মামুন, মো. হাবিবুর রহমান, মো. সোহেল রানা, মো. মাহবুব আলম চৌধুরী, মো. ইসলামাইল হোসেন, মো. হাসিবুল ইসলাম ফুয়েল, ফয়সল আহমেদ, মো. রাশেদুজ্জামান রাসেল, মো. রাশেদুজ্জামান, মীর আব্দুর রউফ, মো. জাহাঙ্গীর হোসেন, শ্রী স্বপন কুমার মজুমদার, মো. নাসিম শেখ, মিলন কুমার সরকার, মো. সেলিম হোসেন, কবির আহমেদ, ইন্দ্রজিত শীল ও মো. আব্দুল লতিফ।     

পাবনা মোটর মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ এর সদস্য এবিএম ফজলুর রহমান ও নির্বাচন কমিশনের সদস্য শ্রী বাদল কুমার ঘোষ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১১ ডিসেম্বর (শনিবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
নীলফামারী জেলা দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন
খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানা, জলোচ্ছ্বাসের শঙ্কা