ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার মালিকাধীন “হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের” ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কোর্ট রোড এলাকায় প্রধান অতিথি থেকে বহুতল বিশিষ্ট অত্যাধুনিক এই মাকের্টের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮৮ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে অত্যাধুনিক শৈলীতে ৬ তলা বিশিষ্ট এই বহুতল মার্কেটটি নির্মিত হবে।