ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাঙ্গামাটিতে সেলাই মেশিন বিতরণ
  • রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • ২০২১-১০-০৩ ০৪:৪৪:৩৬

সরকার পার্বত্য অঞ্চলের অনগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, দেশের সব অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সেলাই মেশিনগুলো বিতরণ করা হচ্ছে। 

রবিবার (৩ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বরকল উপজেলার দুস্থ, অসহায় ও গরীব মহিলাদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন। 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।  পরে বরকল উপজেলার ৪৭জন দুস্থ, অসহায় ও গরীব মহিলাদের ৪৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ