ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় নড়বড়ে কাঠের সেতু
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-১০-০১ ২৩:২৪:৪৮

ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর ও দক্ষিন পৈরতলার ১০ হাজারের বেশী লোক চলাচল করছে  নড়বড়ে এক কাঠের সেতু দিয়ে। দক্ষিন পৈরতলা গোরস্থান সংলগ্ন স্থানে টাউন খালে গাছের খুটির ওপর কাঠ দিয়ে বানানো সরু ওই সেতু দিয়ে কোন যানবাহনও চলাচল করতে পারছেনা। দীর্ঘদিন ধরে সেতুটি পাকা করার দাবী এলাকার মানুষের। জানা যায়, হযরত শেখ জালাল (রহ:) এর মাজার গেইট থেকে গোরস্থানের পাশ দিয়ে এই রাস্তাটি শহর বাইপাস সড়কে যুক্ত হয়েছে। 

স্থানীয়রা জানান, তাদের বের হওয়ার মুল পথের মুখে পৈরতলা বাসষ্ট্যান্ডে নিয়মিত যানজট লেগে থেকে। ফলে দীর্ঘ সময় লেগে যায় সামান্য পথ পেরুতে। তাছাড়া চলাচলও ঝুকিপূর্ন। ফলে গ্রামের ভেতর থেকে বের হওয়া ওই সড়কটি এখন চলাচলের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে উত্তর ও দক্ষিন পৈরতলার প্রায় ২০ হাজার মানুষের। এছাড়া অন্যান্য এলাকার মানুষও চলাচল করছে এই সড়ক দিয়ে। পৌরসভা মালিকানাধীন এই রাস্তাটি আধা কিলোমিটার লম্বা এবং পাশ ২২/২৩ ফুট ।  কিন্তু সমস্যা হয়ে দেখা দিয়েছে খালের ওপর সেতুটি। খালের পূর্ব পার্শ্বে নির্মিত আল নূর পেয়ারা জামে মসজিদের মুসল্লিদের আসা যাওয়ার সুবিধার্থে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী ৩ বছর আগে কাঠের ওই সেতু নির্মান করে। কিন্তু সময় পরিক্রমায় এই সেতুর ওপর দিয়ে এখন চলাচল করছে গোটা এলাকার মানুষ। বাজার, স্কুল, অফিসগামী মানুষসহ সব শ্রেনী পেশার মানুষ মুল পথে চলাচলের বিড়ম্বনা এড়াতে এই পথে চলাচলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে আনুমানিক একশো ফুট লম্বা এবং ৫/৬ ফুট পাশ নড়বড়ে কাঠের সেতুটি দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারেনা। 

পৈরতলা ১০ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শাহনেওয়াজ মিয়া বলেন- খালের ওপর সেতুটি পাকা করা হলে আমাদের অনেক উপকার হবে। 

সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা বলেন- পৌরসভার এই রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে সহজেই মানুষ চলাচল করতে পারে। রাস্তাটি পাকা এবং খালের ওপর স্থায়ী ব্রীজ হলে দূর্ভোগ থাকবেনা। 

সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এখানে স্থায়ী সেতু নির্মানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ