ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দিনাজপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৯-২৯ ০৩:৪৯:০৩

দিনাজপুরের দশ মাইল সৈয়দপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল চালক আফজাল হোসেন( ২২) নিহত, রোমান ইসলাম নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে দিনাজপুর সদরের রামডুবি মোরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 
নিহত আফজাল হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আলাউদ্দিনের ছেলে। আহত রোমান ইসলাম ও নিহত আফজাল হোসেন সম্পর্কে মামা ভাগিনা।

দশ মাইল হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও হরিপুর থেকে ভাগিনাকে সৈয়দপুর পলিটেকনিকেল কলেজ হোস্টেলে রাখার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হয়। দিনাজপুরের রামডুবি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস  মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহত ভাগিনা রোমান ইসলামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ঘাতক মিনিবাস পালিয়ে যায়। পরবর্তীতে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। 

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ