ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কালিয়াকৈরে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কের বেহাল অবস্থা
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২১-০৯-২৭ ০৩:২১:০৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেই সঙ্গে জেগে উঠছে বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েকটি আঞ্চলিক সড়ক। ক্ষতিগ্রস্থ সড়ক অল্প কিছু অংশ মেরামত করা হলেই সচল হবে যান চলাচল। কৃতপক্ষ বলছেন রাস্তার পানি নেমে গেলেই অতি দূত রাস্তাগুলো মেরামত করা হবে।

সরেজমিন ঘুরে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোরা, সূত্রাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার আঞ্চলিক সড়কগুলো এবারের বন্যার পানিতে তলিয়ে রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হয়। উপজেলার নিন্মাঞ্চল বন্যার ফলে রাস্থা ঘাটগুলে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে এলজিডি রাস্থাগুলো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমে ধীরে ধীরে জেগে উঠছে বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েকটি প্রধান আঞ্চলিক সড়ক। জেগে উঠা এসব সড়কের মধ্যে বোর্ডঘর টু চানপুর,দেওয়ার টু ধানতারা,বোর্ডঘর টু দাড়িয়াপুর ও দেওয়ার থেকে বেনুপুরের আশাপুরের রাস্তা এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার যে রাস্তাগুলো নতুন করে কাজ শুরু করা হয়েছে সেসব রাস্তা উচু না থাকার কারনে প্রতি বছর বর্ষায় তলিয়ে যায়।উপজেলার বোর্ডঘর থেকে দাড়িয়াপুর হয়ে টাঙ্গাইলের হাটুভাঙ্গা আঞ্চলিক সড়কটি প্রায় ৩.৫ কিলোমিটার । ৬-৭বছর আগে সড়কটি নির্মান করা হলেও। আঞ্চলিক এই সড়কটি খানা খন্দে ভরপুর হওয়ায় আবার নতুন করে কাজ শুরু করেছে এলজিডি। যেসব স্থান নিচু তা উচু না করেই কাজ শুরু করেছে এলজিডি। অথচ দাড়িয়াপুর রানার ব্রিক্স থেকে দাড়িয়াপুর হেলাল উদ্দিনের বাড়ি পযর্ন্ত প্রতি বছর বর্ষায় তলিয়ে যায়।এলাবাসীর দাবী এই অংশটুকু যদি দুই থেকে তিন ফুট উচু করা যায় তাহলে আর প্রতি বছর বর্ষায় পানিতে তলিয়ে যাবে না।আবার দেওয়ার থেকে বেনুপুরের আশাপুরের রাস্তাটি এবারের বন্যায় ভেঙ্গে গেলে এলাকাবাসী নিজেদের উদ্দোগে মেরামত করে কোন রকমে চলাচল করছে। যা খুব সহজেই মেরামত যোগ্য মনে করছেন এলাকাবাসী। এসব সড়কের ক্ষতিগ্রস্থ অল্প অল্প অংশ মেরামত না করায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে রোগী, গর্ভবর্তী নারী ও বৃদ্ধদের ঝুঁকি বেশি। রাস্থাগুলো দূত মোরামত করে চলাচলের   উপযোগী করার দাবী এলাকাবাসীর।

কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী বিপ্লব পাল জানান, যে সব রাস্তার অংশ বিশেষ নিচু অল্প পানিতে তলিয়ে যায় সে সব অংশ গুলো সামনে যখন রাস্তা মেরামতের আওতায় আসবে তখন ঐ সব অংশগুলো উচু করে করবো যাতে নরমাল বন্যার পানিতে তলিয়ে না যায়।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু