ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
কালিয়াকৈর বন্ধু সুরক্ষা মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২১-০৯-২৫ ০২:৫৯:১৯

"সাবধানে গাড়ি চালান, একটি দূর্ঘনা সারা জীবনের কান্না" এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় (২৫ সেপ্টেম্বর) শনিবার সকালে কালিয়াকৈর ট্রাক ও বাস মালিক সমিতির আয়োজনে (বন্ধু সুরক্ষা) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ মতবিনিময়ের মূল উদ্দেশ্য ছিল সতর্কতার সাথে কি ভাবে ব্যবসা পরিচালনা করা যায় এ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। মনিরুজ্জামানের উপস্থাপনায় নিটল টাটার এরিয়া প্রেসিডেন্ট আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন, রুসতম নাগপুয়াল রিজোনাল, মাধুসিং হেড অব বাংলাদেশ টাটা মটরস, তানভির শহীদ রতন সিইও নিটল মটরস লিমিটেড। সভার আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান, কার্যকারী সভাপতি রাইজ উদ্দিন আহমেদসহ শ্রমিক ও মালিকবৃন্দ।

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ