ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
দ্বিতীয় মেয়াদেও সভাপতি নীলফামারী পৌরসভার গোলাম মোস্তফা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২১-০৯-১৯ ০৬:৪৬:৫৪

নীলফামারী প্রতিনিধি। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন নীলফামারী পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ গোলাম মোস্তফা। 

শনিবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হন। 
এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে জলঢাকা পৌরসভার কার্য-সহকারী রউফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সৈয়দপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে একই পৌরসভার বিল ক্লার্ক মকছেদ আলী এবং ডোমার পৌরসভার পারভেজ আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট এবং উদ্বোধন করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন’র সভাপতি আব্দুল আলিম মোল্লা। এতে প্রধান বক্তা হিসেবে এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার এবং বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পাটোয়ারী ও নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান বক্তব্য দেন। 

সম্মেলন শেষে নীলফামারী জেলার আংশিক কমিটি ঘোষণা করেন এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। একই মঞ্চে লালমনিরহাট জেলারও সম্মেলন অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা সভাপতি আবুল বাশার মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ৩১ সদস্যের জেলা কমিটিতে পাঁচ জনের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বাকি পদগুলো আমরা দ্রুত পূরণ করে কেন্দ্রে পাঠাবো। নবনির্বাচিত নীলফামারী জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। প্রসঙ্গত গোলাম মোস্তফা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ