ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
লালমনিরহাটে দুই রোহিঙ্গা আটক
  • লালমনিরহাট প্রতিনিধি:
  • ২০২১-০৯-১৯ ০৫:৫৪:৪১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক ওই দুই রোহিঙ্গার নাম হলো, সেতুফা বেগম (১৮) ও আনস (২২)। তারা সর্ম্পকে মামাত ভাই ও ফুপাত বোন। রোববার দুপুরে দহগ্রাম থেকে তাদের পাটগ্রাম থানা পুলিশ উদ্ধার করেন। 

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, আটক ওই দুই রোহিঙ্গা সেতুফা বেগম (১৮) ও আনস (২২) কক্সবাজারের টেকনাফ এলাকায় মুন্সিপাড়া ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে মা-বাবা ও ভাই-বোনদের সাথে থাকেন। আনসের বড় ভাই নেপালে থাকেন। নেপাল যাওয়ার উদ্দেশ্যে গত ২দিন আগে কক্সবাজার হতে লালমনিরহাটের পাটগ্রামে আসে তারা। দালালের মাধ্যমে শনিবার রাতে দহগ্রাম দিয়ে ভারত সীমান্তে প্রবেশও করেন। ওই সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে মারপিট করে আবারও বাংলাদেশে ঢুকিয়ে দেয়। রোববার দুপুরে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান ওসি ওমর ফারুক ।

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ