ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
হিলি ইমিগ্রেশনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আসা যায় কিন্তু যাওয়া যায় না
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৯-১৯ ০৫:৫১:৩৮

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশনের মাধ্যমে সকল যাত্রী সকাল ৯ টা থেকে সন্ধ্যায় ৬ টা পর্যন্ত  ভারত থেকে বাংলাদেশে আসার নির্দেশনা প্রদান করেছেন বন্দর কর্তৃপক্ষ।  তবে ভারতীয় অংশে ইমেগ্রেশন বন্ধ থাকার কারনে হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোন যাত্রী ভারতীতে যেতে পারবে না । 

গত ২ মাস আগ থেকে হিলি স্থল বন্দর দিয়ে সপ্তাহে তিন চালু রাখা হলেও এখন (১৯ ই সেপ্টেম্বর) থেকে পুরো সপ্তাহ জুড়েই খোলা রাখার নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ সরকার ।  

গত ১৬ই সেপ্টেম্বর তারিখের পর থেকে বাংলাদেশ ভারতীয় যাত্রী চলাচলের ক্ষেত্রে বাংলাদেশে মিশন সমুহের অনাপত্তি পত্র (এনওসি) গ্রহনের প্রয়োজন নেই । এ ছাড়াও বিরল স্থলবন্দর দিয়ে পরীক্ষা মুলক ভাবে নিয়মিত যাত্রী চলাচল কার্যক্রম চালু রাখা হয়েছে । এছাড়াও হিলি স্থল বন্দর দিয়ে যাত্রী চলাচলের ক্ষেত্রে কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে নির্দেশনা প্রদান করা হয়েছে । 

দিনাজপুর হিলিস্থল বন্দর ইমেগ্রেশন অফিসার ইনচার্জ সিকান্দার আলী বলেন,  গত দুই মাস থেকে সপ্তাহে তিন দিন বাংলাদেশী হাইকমিশনারের এনওসি পত্র নিয়ে আসা বাংলাদেশী নাগরিকগন হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এখন থেকে আর এনওসি পত্র সাথে নিয়ে আসার প্রয়োজন নেই। 

তিনি আরোও জানান, তবে বাংলাদেশী কোন নাগরিক হিলিবন্দর নিয়ে ইমেগ্রেশনের মাধ্যমেও ভারতে প্রবেশ করতে পারত না। এখনও পারবে না কারন ভারনীয় ইমেগ্রেশন এখনও বন্ধ আছে। শুধুমাত্র দেশের বেনাপল স্থল দিয়ে ভারতীয় ইমেগ্রেশন চালু আছে তাই সেখান দিয়েই বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করতে পারত এবং এখনও পারে ।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু