ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদ আর নেই
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২১-০৯-১৯ ০৫:২৮:৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মো.খাইরুল আমিনের পিতা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন আহাম্মেদ(৮০) গতকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা যায়, শনিবার রাতে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদ নবীনগর পৌর এলাকার কলেজপাড়ার  তার নিজ বাড়িতে শ্বাসকষ্টের সমস্যা হয়ে  হঠাৎ অসুস্থ হলে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও চার ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ রবিবার বাদ জোহর নবীনগর সরকারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  মরহুমের  নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।এসময় মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ডঅফ অনার প্রদান করা হয়। মরহুমের নামাজের জানাজা শেষে নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ কবরস্থানে তাহার লাশ দাফন করা হয়। 

বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, স্থানীয় সাংসদ মো. এবাদুল করিম বুলবুল, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, সাধারন সম্পাদক এম এ হালিম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড.  শিব শংকর দাস সহ রাজনৈতি, সামাজিক,সাংস্কৃতিক ও সুধী সমাজের নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদ ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা  আহব্বায়ক ও মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন।

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ